বৃষ্টির শহরে দারুণ খরা চলছে,
যেদিকে তাঁকাই দেখি আর শুনি,
হাসির আড়ালে গোপনে কানে বাজে,
শুকনো পাতার মলিন মর্মর ধ্বনি।

দিনের শেষে দিবাকর নিরবে ঘুমায়,
রাতজাগা পাখিরাও নিঝুম,
মানুষতো নয় নিশাচর পাখি,
কার মোহে জাগে, চোখে নেই ঘুম!

আলোর ঝাড়বাতি বয়ে নিয়ে এসে,
ভালবেসে জোনাকিরা কয়,
আমাদের হাত ধরে এসো,
আঁধারের রূপের সাথে হোক পরিচয়।

১৫/০১/২০২৫ খ্রিঃ