দখিনা বাতাসে ঐ বাহারী আঁচল উড়ে,
উড়ে তোমার খোপা খোলা চুল,
ঘুম ঘুম চোখ তোমার নিঝুম দুপুরে,
কার স্বপনে হয়ে আছো মশগুল।
বসন্ত বয়ে যায়, রয়েছো কার প্রতিক্ষায়?
কোকিলের ডাক দেয় আহ্বান,
জলভরা নদীর বাঁকে একেলা বটের গাছ
প্রসারিত শাখায় তার ছায়াময় স্থান।
পাতার ফাকে ফাকে রোদ হেসে উঁকি দেয়,
শীষ দিয়ে কয়ে যায় সমীরণ,
বর্ণিল আভা নিয়ে এসো, কোন এক ফাল্গুণে
প্রিয়, তোমাকে দিলাম এই নিমন্ত্রণ।
০৪/০২/২০২৪ খ্রি: