পঙ্কিল পৃথিবীতে পথহারা পথিক,
পিঁপড়ের পায়ে পায়ে পথ পেরিয়ে,
পরক্ষণে পেয়েছিল প্রার্থিত পথিকালয়,
পাতার পূর্ণতায় প্রাণ পেয়েছিল পর্ণমোচী,
প্রাণের পাখিটা পেয়েছিল পুরোনো প্রাসাদ,
পথিকের প্রিয় পদ্মিনীর প্রাপ্তিতে,
পরস্পরের পরশনে পেয়েছিল পরসাদ পরশমণি,
পুষ্পকুঞ্জে পরমানন্দে পরিস্ফুট প্রজাপতি,
প্রেমের পরাকাষ্ঠা প্রদর্শনে পরিপক্ক পরিণেতা,
প্রিয়তার প্রাপ্তিতে পরিতৃপ্ত পদব্রাজক,
পরস্পরের পাণি পরিদানে,
পরিণয়ে পরিশেষে পরিপূর্ণ পরিণাম পেয়েছিল,
প্রেমিক প্রেমিকার পর্ণকুটির।
১১/০৩/২০২৫ খ্রিঃ