জ্ঞানের চাপায় চিন্তা ও চেতনা হারিয়ে গেছে হুশ,
বিশ্ব নাকি আধুনিক হয়েছে, সভ্য হয়েছে মানুষ!
কথায় বলে মুখ নাকি, মানুষের মনের আয়না,
এই সময়ে মুখ দেখে আর মানুষ চেনা যায় না,
গিরগিটিরও স্বরুপ আছে মানুষের তাও নাই,
কথায় ও কাজে নির্মমতা, বন্যতা যেন পুরোটাই,
কোথায় গেলো মানবতা, কার সাথে করেছে সন্ধি?
বিবেক ভুলে স্বার্থের খোলসে মানুষ হয়েছে বন্দি,
সময়ে শুধু বদলেছে মানুষের বাহ্যিক আভরণ,
ভিতরে মানুষের আদিম আঁধার বিনষ্ট আচরণ,  
এই যদি হয় সভ্য পৃথিবীর সভ্য নামে মানুষের বাস,
বলছি তবে লিখছে মানুষ বর্বর যুগের নব্য ইতিহাস।

২১/০৯/২০২৪ খ্রিঃ