মাহে রমজান দোয়া কবুলের মাস,
ধুয়ে মুছে দাও সব পাপ,
আমরা তোমার গোনাহগার বান্দা,
হতে পারি যেন নিস্পাপ।
অমূল্য অতুল্য পবিত্র এই মাসে,
হেদায়াত করো দান,
কবুল করো নেক আমল আমাদের,
তুমি যে রহিম রহমান।
দান সাদকার হাত খুলে দাও,
মজবুত করে দাও ঈমান,
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে চাই,
হতে চাই মুমিন মুসলমান।
যেখানে যত অনুগত তোমার,
আছে এই দুনিয়াতে,
কবুল করো মালিক সকলের চাওয়া,
যে যাহা চায় মোনাজাতে।
তোমায় ছাড়া কে আছে আমাদের,
চাইব আমরা কার দরবারে?
সজল চোখে হাত তুলেছি খোদা,
ভরসায় সেরা পয়গম্বরে।
১১/০৩/২০২৪ খ্রিঃ