চোখের ভিতর জমা কষ্টের,
জলের নাম যদি হয় অশ্রু,
বুকের ভিতর জমা কষ্টের নাম কি দিব তবে?
কেউ বলে দীর্ঘশ্বাস,
কেউ বলে দাবানল,
কেউবা বলে এই কষ্টের কোন নাম নেই,
আমি বলি পাঁজর ভাঙার গান,
পাঁজরের অভ্যন্তরে ব্যথার দীর্ঘশ্বাস জমে জমে,
যে দাবানলের সৃষ্টি হয়,
যে উত্তাল উথাল পাথাল ভাঙচুর করে,
কোন নাম দিয়ে কী তার পরিমাপ করা যায়?
বুকের বাক্সে জমা হওয়া এক আকাশ ভারী মেঘ,
যার নাম শুধুই কষ্ট,
আল্লাহ চোখ দিয়েছেন দুইটা,
মাঝে মাঝে কষ্ট দেন এক মহা সমুদ্র,
কষ্টের নোনা জল যখন অশ্রু হয়ে ঝরে,
দুই চোখের সাধ্য কি, তার তীব্রতা প্রকাশ করে!

২৭/০৩/২০২৫ খ্রিঃ