ক্ষমতার বলয়ে আবৃত থাকলে পরে,
বিড়ালও নাকি বাঘের আচরণ করে,
স্বাপদ কুকুরও হয়ে যায় নগরপিতা,
নশ্বর মানুষ নিজেকে ভাবছো সবিতা,
শাদ্দাদ বানিয়েছিল ভূস্বর্গ ইরাম নগরী,
খোদা দাবী করেছিল সীমা লঙ্ঘনকারী,
মরুর বালিতে ডুবে গিয়েছিল সে নগর,
লোনা জলে হয়েছিল ফেরাউনের কবর,
সময় থাকতে ক্ষণচারী মানুষ হও সাবধান,
ক্ষমতা, সেও কিন্তু বিধাতার দেওয়া দান।
খোদার উপরে খোদকারী, করো না আর,
নিজেই একদিন পড়বে চাপা অপক্ষমতার।

৩১/০৭/২০২৪ খ্রিঃ