ইচ্ছে ঘুড়ির সাধ হয়েছে উড়ে,
পাখির মতো মেললো দুটি ডানা,
নাটাই হাতে পড়লে সুতোর টান,
বুঝলো ঘুড়ির পাখি হবার মানা।

ঘুড়ি কী আর আকাশ ছুঁতে পারে,
বাঁধন কেটে উড়ে যাবার তাড়া,
কাটলে বাঁধন অন্য সুতোর ধারে,
খুশিতে তাই উড়ছে লাগাম ছাড়া।

ছিন্ন ঘুড়ি পড়লো নদীর জলে,
বাঁচার আশে করলো হাঁসফাঁস,
ডুবতে ডুবতে বুঝলো পলে পলে,
লা নিয়মের ক্ষতি অতি সর্বনাশ।

১১/০২/২০২৫ খ্রিঃ