স্বপ্নের রং ফ্যাকাশে কিংবা ধূসর হয়,
হতে পারে জলের মতন বর্ণহীন,
তবুও মানুষ জীবনের ক্যানভাসে,
স্বপ্নের ছবি এঁকে চলে রঙ্গিন,
আমি দেখেছি তোমার চোখের আঙ্গিনায়,
আমার স্বপ্নের প্রতিচ্ছায়ারা হাঁটে,
অদেখা স্বপ্নগুলো তাই ছড়িয়ে দিতে চাই,
তোমার ও চোখের তল্লাটে,
বহমান নদীর মতো ওরা বয়ে যাক,
তোমার চোখে আমার স্বপ্নরা পূর্ণতা পাক,
তোমার স্বপনের সাথে আমার স্বপনের,
এসো মিতালি করি,
তুমি আর আমি দুজনে একসাথে,
অদেখা আগামী গড়ি,
তুমি আছো বলেই না জোছনার রাত,
এত ভাল লাগে,
তোমার হৃদয়ের আকাশে তাই, তারা হতে চাই,
ক্ষয়িত জীবন, সময় ফুরোবার আগে।

০৭/১০/২০২৪ খ্রি: