পথের শ্যাষ সীমানায় দেখা যায় ঠায় দাঁড়ায় আছে,
কোঁচকানো ঘন কালো ঝাঁকড়া চুলের মতন,
অতিবৃহৎ একটা গাছ,
এত দূর থেকে ঠিক ঠাহর করন যায় না,
কি গাছ ঐটা?
বয়স কত তার?
নাম কি গাছের?
কেউ কিছু জানে না!
এইটুকুই সবাই জানে হাজার বছর ধইরা,
ঐখানে একটা গাছ আছে।
মনে মনে তাই এই গাছের একটা নাম দিলাম,
অচিন বৃক্ষ,
হুনছি সময়ের আগে চাইলেও,
ঐ গাছের কাছে যাওন যায় না।
কিন্তুক আমি জানি,
অমাবস্যা পূর্ণিমার এই জীবন ফুরায় গেলে,
অচিন বৃক্ষের সাথে অচিন পাখির দেখা অইবই,
অচিন বৃক্ষ, তুমি যেমন অপেক্ষায় আছো,
আমিও আছি অপেক্ষায়,
আমরাও আছি অপেক্ষায়,
সকলেই সে গাছের তলে বইসা দুদন্ড জিরায়ে,
তারপর, আবার ভিন্ন পথের ভ্রমণ।

২২/০১/২০২৫ খ্রিঃ