আজকাল তোমার বড্ড বেশি মন খারাপ থাকে,
ব্যালকনিতে দাঁড়িয়ে,
আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকো,
কাকে খোঁজ? বুঝতে পারি।
যে গোলাপ তোমার এত প্রিয় ছিল,
সে ফুল এখন অনাদর, অবহেলায় ঝরে পড়ে,
অথচ কিছুদিন আগেও একটুখানি অযত্নে কত হৈ চৈ।
বেশ বুঝতে পারি,
অভিমানের কালো মেঘ ভারি করে রাখে তোমার মন।
শুধুমাত্র বুঝতে পারি না,
শিশিরের মাঝে তুমি কেন মুক্তো খুঁজে বেড়াও।
মুক্তো, সেতো ঝিনুকের বুকের ভেতর
অল্প অল্প করে জমা রাখা চিরন্তন মায়া।
শিশির, সে কেবল সকালের কিরণেই উজ্জ্বল,
তপ্ত রোদের ছোঁয়াতে মিলিয়ে যায় কর্পূরের মতো।
কাজল চোখের মেয়ে তুমি কেন বুঝতে পারো না,
মুক্তো আর শিশির দুইয়ের মাঝে প্রভেদ যে অনেক।
৩০/১০/২০২৩ খ্রিঃ