সকাতরে হৃদয় কাঁদিছে যখন,
একটা ভরসার হাত ছিল, বড় প্রয়োজন,
কে আছে এমন তোমায় ছাড়া?
রইবে আমার পাশে,
তুমি যে তখন বহুদূরে দেয়ালের ওপাশে,
এপাশে আমি একা উৎকন্ঠায়,
কারা যেন ছিল বহু আলাপনে ব্যস্ততায়,
আমার দুচোখ জুড়ে আষাঢ়,
আড়াল খুঁজি লুকোবার,
আবছায়া চারপাশ তৃষিত দুপুর,
বাহিরে সঘন বারি টাপুর টুপুর,
কে যেনো অভয়ে জানিয়ে দিলো আছি,
হৃদয়ের কাছাকাছি,
সময় বয়ে যায়,
তোমাকে ছুঁয়ে দেখার অপেক্ষায়,
পূর্ণচন্দ্র এসে অবশেষে আমার কোলে, দোলে,
তৈরি হয় আমার নতুন পরিচয়,
চিৎকার করে বলতে ইচ্ছে হয়,
তোমার অস্তিত্বের কথা জানুক বিশ্বময়।

২১/০৮/২০২৪ খ্রিঃ