সময়ের অসুখ করেছে এই ভূমে,
কুয়াশার চাদর গায়ে রয়েছে কাল ঘুমে,
মধ্যাহ্নের সূর্যটা হেলেছে পশ্চিম পাড়,
খুব বেশি দেরী নেই আঁধার মিলাবার,
গুনে গুনে কেটে গেলে আর কটা বছর,
অবিরাম অখন্ড অবসর অতঃপর।
অতীত স্মৃতির পানে তাঁকিয়ে দেখি,
তেল জল মিলেমিশে, বিস্ময় মাখামাখি,
রেলের বেগে যেন গিয়েছে সময়,
কখনো দূরন্ত আবার কখনো ধীর লয়,
বোধ ও আনন্দের অনুতে অনুরণন তুলে,
কেটেছে সকল বেলা আপন খেয়ালে,
অনুভব করি মৃত্যুকে জয় করার স্বাদ,
খুঁজে ফিরি নাকো আর নতুন আবাদ,
অনন্ত জীবনের কোন চাওয়া নেই,
বাদবাকী সময় কাটুক এভাবেই,
অপরূপ এই মর্ত্যলোক, নেই শোক,
উত্তাল ঝড়, কিংবা মেঘের পর,
রংধনুর মতন ঝলমলে রঙ্গিন হোক।
পাখির চোখে তোমায় দেখেছি দিনের পর,
ছুটে গেছি বহুদূর, বিশ্ব চরাচর,
দিগন্ত থেকে দূর দিগন্তের ডাক,
শুষ্ক মরু আর ভেজা জলের পাঁক,
আমাকে নিয়ে গেছে তোমার গভীরে,
রাঙ্গিয়ে গেছে মন রঙ্গিন আবীরে,
হিম এসে যবে শুষে নিয়ে গেছে,
নরম রোদের উষ্ণতা,
তোমাকে আঁকড়ে ধরেই হে সময়,
খুঁজে নিয়েছি জীবনের সকল পুষ্ণতা।
০১/০১/২০২৫ খ্রিঃ