নৈতিক অবক্ষয়ের দ্বারপ্রান্তে মানুষ,
এমন গালভরা উক্তি এখন অনুক্ত থাক,
বরং ঘৃণ্য উচ্চারণে ব্যক্ত করতে চাই,
নৈতিক অবক্ষয়ের জাহেলিয়ায় পুরুষের সফল প্রবেশ,
মানুষ বলছি না কিন্তু,
মানুষ নামের সাথে যে ভগিনী, কন্যা, জননীরাও আছে।
কিছু মেরুদন্ডহীন কাপুরুষের কথা বলছি,
যাদের মেরুদন্ড হারিয়ে গেছে শঙ্খ ঘোষের খাটের তলায়,
যারা বিবেক, লজ্জাকে মাটির ভিতরে দাফন করে,
পুরুষ দন্ডের শক্তিতে মাটির উপরে দন্ডায়মান।
সমাজে, পরিবারে ওৎ পেতে আছে,
সেই সব মানুষরূপী পশুবৎ পাষন্ড,
সাবধান, সাবধান, সাবধান, সচেতন
মনুষ্যত্বের বদলে চলছে পশুত্বের প্রতিযোগিতা,
চলছে কামুকতা আর লালসার বিকৃত কাল,
কুঁড়ি থেকে ফুল,
কামুক পুরুষের লালসায় আজ ম্রিয়মাণ,
পুরুষ হয়ে এই লজ্জা কেমনে কোথায় রাখি?
নতশীরে তাই ক্ষমা ভিক্ষা চাই,
ক্ষমা করো কন্যা, ভগিনী ও জননী,
নির্যাতিতার হাহাকার আর দীর্ঘশ্বাস নামক,
অভিশাপের বজ্রপাতে,
ধ্বংস হোক পুরুষ নামের ধর্ষকেরা,
সাফ হোক ধরণী।
১২/০৩/২০২৫ খ্রিঃ