কি খেয়ালে সাধ হয়েছিল তার,
নিজেরে একবার,
জলে দেখবার।
আহ্লাদে তাই,
ছুটে সহসাই,
নদী জলে দেখে ছায়ামুখ,
আহা! সুখ, কি সুখ।

সে কি আর জানে!
নদী যে গোপনে,
হেরেছে চোখ, দেখে চাঁদ মুখ।
প্রতিক্ষায় নদী,
ফের আসে যদি
টলো মলো বুক,
কি দুঃখ! কি দুঃখ! অসুখ।

কেউ নাহি জানে,
নদী কি অভিমানে,
দুঃখে তোলপাড়,
ঢেউয়ে ভাঙ্গে পাড়,
মাঝে মাঝে কেন উত্তাল হয়,
জলছবি ঘিরে,
সবুজ মাঠ চিরে,
আপন খেয়ালে,
এঁকেবেঁকে চলে,
নীল জলে তার প্রেম মিশে রয়।

সেই চাঁদ মুখ আর আসে নাই ফিরে,
নদীও কভূ তারে দেখে নাই ফিরে,
তীরে তীরে নদী,
খোঁজে নিরবধি,
ঢেউ ভাঙা নীর হারায় দূর নীড়ে।

০৫/০১/২০২৫ খ্রিঃ