নেই বুঝি আজ আর কোন কাজ,
তোমায় নিয়ে ভাববো!
ঘুরে ফিরে সেই তোমায় নিয়েই
লিখছি যত কাব্য!
বিরহী মন চাইছিল তোমায়,
বেশতো ছিলে দূরে,
আমি এখন খাঁটি সোনা,
একলা পুড়ে পুড়ে।
আমার মাঝেই আমি থাকি,
তুমিও আছো বেশ,
তোমার দেখানো পথেই আমি,
হয়েছি নিরুদ্দেশ।
আমার কাছে বিশ্ব এখন
বিশাল একটা ঘর,
তোমার প্রেমে হলাম আমি ,
নিঃস্ব যাযাবর,
বিরহ ব্যথায় মনের ঘরে,
যে কাব্য তৈরী হয়,
ভালবাসা কী সেই কাব্যের,
প্রকাশ্য পরিচয়?
তোমার জন্যই কাব্যে আমার,
শব্দেরা ভিড় করে,
মনের ভেতর তুমিই আছো,
চাঁদের স্বরূপ ধরে।

২৭/১১/২০২৪ খ্রিঃ