আধেক কথা বলতে পারি - আধেক থাকে মনে,
তোমার সাথে আমার দেখা - অপার্থিব এক ভূবনে!
মন জমিনে স্বপন বুনে - করি স্বপনের চাষ,
আমি আমার স্বপ্নের সাথে - নিত্য করি বাস।
আকাশ জুড়ে মেঘের খেলা - শুভ্র কিংবা কালো,
চাঁদের কিরণ আড়াল হলে - জোনাকী দেয় আলো।
সেই আলোতে তোমায় দেখি – ওগো সোনার মেয়ে,
মায়ার কাজল মাখা ও চোখ - দেখি চেয়ে চেয়ে।
আমার আকাশে আমি উড়াই - রং বেরংয়ের ঘুড়ি,
মেয়ে তোমায় স্বপ্নে সাজাই - পরায়ে নীলাম্বরী।
৩০/০৪/২০২২ খ্রি: