অন্যজনকে চেনার আগে,
নিজেকে একবার চিনুন,
নিজের আছে কমতি যেসব,
সেসব পূরণ করুন,
অপর জনের দুঃখ দেখে,
কাঁদে না আর মন?
হলেন নাকি কথায়, কাজে,
অন্যের দুঃখের কারণ?
হরহামেশা মিথ্যে বলেন,
অপরকে দেন সাজা?
আপনি মশাই আচ্ছা কসাই,
নিজকে ভাবেন রাজা!
মানুষ হয়ে ভুলেই গেছেন,
মানবতা কারে কয়,
ঝুলি বইছেন পাপ, অকর্মের,
দিয়ে মানুষ পরিচয়!
যা করছেন পাবেন ফিরে,
ভুল হবে না ফলে,
থাকতে সময় নিজেকে বদলান,
জলেও আগুন জ্বলে,
বলে গেছেন নজরুল,
“আমরা সবাই পাপী,
আপন পাপের বাটখারা দিয়ে,
অন্যের পাপ মাপি”,
ইচ্ছে হলেও শেষ সময়ে,
শোধরাতে সব ভুল,
মরন এসে ডাকলে, সময়
পাবেন না এক চুল,
১০/০৯/২০২৪ খ্রিঃ