ভুলিতে যদি পারো হে বন্ধু
দুঃখের সকল গান,
মুছে দিও তবে
সে দিনের সে স্মৃতি,
সকল পিছুটান।
চিনিতে যদি নাই পারো বন্ধু
ক্ষতি নেই তবু তাতে,
মিনতি করি হাতখানি ধরি,
ছুড়ে ফেলো না আঘাতে,
কালের অকালে হারাই যদি,
জীবনের করাল গ্রাসে,
তবুও সেদিন থাকিব মিশিয়া,
ছায়া হয়ে তোমার পাশে,
মনের গহীনে কখনও বিজনে
স্মৃতিখানি যদি আসে ফিরে,
বুঝে নিও আমি তোমার মাঝেই,
রয়েছি তোমায় ঘিরে,
জানিগো প্রিয়া ব্যথায় হিয়া
কাঁদিবে বারে বার,
তবুও সেদিন আসিব না ফিরে,
দুঃখ দিতে আবার,
আমার মাঝেই থাকিব আমি
বাধিয়া আপন ঘর,
দুঃখের সনে পাতিব মিতালি
জনম জনম ভর।
২০/১২/১৯৯৯ খ্রিঃ