ঝুড়িওয়ালা, ও ঝুড়িওয়ালা
তোমার ঝুড়িতে কী? সাপ?
দেখো দেখি পোলায় কি কয়!
সাপ না রে বাপ, মিঠাই,
খানিক তোমার চাই?
আমার কাছে তো পয়সা নাই,
আইচ্ছা ঠিক আছে, খাড়াও,
আদর কইরা দিলাম তাই, খাও।
মিঠাইওয়ালা তোমার বাড়ি কই?
খুব দূরে না, ওই যে গেরাম,
ওই খানটাতে রই,
বাড়িতে মোর তোমার লাহান
একখান পোলা আছে,
ইশকুলেতে পড়াই তারে,
অনেক স্বপন আছে,
বড় হইয়া পোলায় হইবো
জজ, বারিস্টার,
দেইখো তখন আমার কোন
কষ্ট থাকবো না আর,
তুমিও কিন্তু মন দিয়া
পড়ালেহাডা কইরো,
দোয়া করি বড় হইয়া,
গাড়ি, ঘোড়া চইড়ো,
এহন যাই গো বাপ,
অনেক মিঠাই বেঁচতে অইবো,
ঝুড়িত নাই গো সাপ।
২৩/১০/২০২৪ খ্রিঃ