কার আহ্বানে ঐ দূর গগনে মেঘেরা জড়ো হয়?
কোন পরানের মায়ার টানে বৃষ্টি ঝরে ফোটায়?

বৃষ্টিতে আজ ভিজবো বলে আনমনে হাত বাড়াই,
ভেজা দুপুর জলের নূপুর কার প্রেমে যে হারাই!

বৃষ্টি এসে ছুঁয়ে দিলে কেন থরোথরো কাঁপে মন?
কার ভাবনায় দিন কেটে যায় কে এমন আপন?

বৃষ্টি যেন মৃত্তিকায় মিশে কত সুখে একাকার,
তৃষিত চাতক উষর এ প্রাণ শুন্য বিরান পাথার।

কার স্বপনে ছুঁয়ে গেলে এই মনে স্বর্গীয় সুখ নামে,
মেঘেরা আসে উতল হাওয়ায় আকাশের নীল খামে।


২০/১০/২০২৪ খ্রিঃ