কোথা হতে এলে তুমি – নিয়ে সুখের আধার?
কঠিন কোমল স্নেহ - মিলেমিশে একাকার,
সুখে চোখে জল ঝরে - মনে জাগে বিস্ময়!
অপত্য স্নেহের কাছে হয় - পিতার পরাজয়।

মায়ার বাঁধনে আমৃত্যু থাকে - নাড়ির যে টান,
ধরনীর মাঝে নেই কিছু আর - এহেন সমান,
সুরক্ষিত নিরাপদ আবাস - তার নিজ গর্ভাশয়,
মায়ের সাথে প্রথমে হয় - সন্তানের পরিচয়।

কত সুখ, খুশি নিয়ে আসে - এই বিশ্ব সংসারে,
দিন রাত কেটে যায় স্নেহের - পরশে আদরে,
পিতা মাতার পূর্ণতা আসে - সন্তানের কারণে,
সন্তানের জান্নাত থাকে - বাবা মায়ের চরণে।

সেই বাবা মা শিশু হয়ে যায় – বৃদ্ধ হলে পরে,
সুখে দুঃখে পাশেই থেকো - রেখো যতন করে,
শিশু বেলায় যেমনি তোমায় - করেছিলো যতন,
কে আর চায় অবহেলায় – হারাতে এমন রতন?

২৪/১১/২০২৪ খ্রিঃ