কুড়ি বছর আগে,
বুকের ভিতর স্বপ্ন ছিল দারুণ অনুরাগে।
কুড়ি বছর পর,
বলরে প্রভাকর হঠাৎ কেন তোর,
পাখির মতন উড়ার ইচ্ছে জাগে?
পাখিই যদি হবি, তবে পাঁয়রা হলি কেন?
খাঁচায় পোষা সর্বনাশা গৃহলক্ষী যেন,
শূন্যলোকে গভীর শোকে উড়বি কত?
নেই কিরে তোর ডানা ভাঙ্গার ভয়?
আপন মনে কুঞ্জবনে গান গেয়ে যা,
সুখ পাবি নিশ্চয়।
ওরে পাগল আগল ভেঙ্গে কিইবা পেলি?
সুখ বিলায়ে জগত থেকে একাই গেলি,
এবার তবে নিজের প্রাণের ঘর,
পূর্ণ কর, পূর্ণ কর।
শোনরে প্রভাকর,
মায়ার ভূবন মরীচিকা চির ঝঞ্ঝাময়,
ভোজের পাতেই মীনের বিলাস জানিবি নিশ্চয়।

০৪/০৭/২০২৪ খ্রিঃ