মাকে নিয়ে কিছু লিখতে গেলেই,
শব্দেরা এসে ভিড় করে মনের দরজায়,
কোনটা রেখে কোনটাকে বাদ দেই!
কেবলই ভাবতে থাকি, লিখতে পারিনা কিছুই।
মনে হয়, মা মানেইতো মা, সহজ কথায় সবকিছু।
যে শিশুর জন্ম মায়ের স্বপ্ন থেকে জঠর ভ্রমনে পৃথিবীতে,
যে মা কল্পনায় জাল বুনেন অদৃশ্য ভালবাসা দিয়ে,
সেই মা প্রকৃতপক্ষে কেমন হয়?
কেমন হয়, তা বুঝানোর জন্য সব শব্দই কেমন পানসে লাগে।
মা মানে মমতাময়ী, স্নেহময়ী, করুনাময়ী, আপনজন
এই শব্দগুলো দিয়ে, মাকে সঠিকভাবে বর্ণনা করা যায় কি?
মা যে তার চাইতেও বেশি কিছু, একেবারে স্বতন্ত্র।
মা মানে পার্থিব, অপার্থিবের তুলনাহীন এক চরিত্র।
সাধারণের মধ্যে একেবারেই অসাধারণ কেউ।
আমার মা, স্বল্প শিক্ষিত কৃষকায় একজন মানুষ।
তাম্বুল রঙে রঙিন হয়ে উঠা মায়ের মুখখানার দিকে,
যখন আড়চোখে তাকিয়ে থাকি,
মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর, মনোরম কিছু দেখছি ।
মায়েরা বুঝি এমনই হয়, এমনি করেই,
নিজের অজান্তেও সন্তানের মনে ছড়িয়ে দেন,
নির্মল সুখের অবারিত আনন্দধারা।
মা মানেই সব, আমার পবিত্র অনুভব।
১১/০৫/২০২৪ খ্রিঃ