চকির তলায় ধেড়ে ইঁদুর
ছোট্ট একখান ঘর,
সেই ঘরেতে বসত করে,
লালু মাতুব্বর,
দেশের তরে ভাবনাতে তার,
উদাসী হয় মন,
ফেসবুকেতে দেশপ্রেমিকের,
লেবাস সারাক্ষণ,
অন্য সময় খায় আর ঘুমায়,
গোল্লায় যাক দেশ,
আমি আমার ঘরের ভিতর,
আয়েশে আছি বেশ,
সময় বুঝে বদলায় নিজেরে,
আমড়া কাঠের ঢেঁকি,
সেই কালেতে ছিল নন্দ,
এই কালে লালু দেখি,
দুইচোখে তার কুমির কান্না,
রাখতে দেশের মান,
ঘরে বসেই করতে পারে,
নিজের জান কোরবান,
খলের ছলে লালুরা আজ,
কাঁপায় অন্তর্জাল,
ভ্যালা রে নন্দ, বাহা রে লালু,
বেঁচে থাক চিরকাল।

০৯/১২/২০২৪ খ্রিঃ