(কবি হেলাল হাফিজ স্মরণে)

কষ্ট নেবে কষ্ট
মালটি-কালার কষ্ট আছে
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

কষ্টের ফেরিওয়ালা,
তোমার সকল কষ্ট গত দিনে,
মৃত্যু এসে নিয়েছে দামে কিনে,
কিছু কষ্ট থাকুক সবার বুকে,
এবার তুমি ঘুমাও চির সুখে।
ভালো থেকো নিঃসঙ্গ কবি,
বিদায়।

১৪/১২/২০২৪ খ্রিঃ