কাহিনীটা এ-খানেই শেষ হলে পারতো,
কি জানি কি কারণে হলো ঐ-কারতো,
কি নেই পাতে তার সবকিছু লাগে ঢের?
বাছ-বিচার কিছু নেই সব খাই খাদকের,
কুড়ি সের মাংসের সাথে কুড়ি আন্ডা,
ভাত যেন গিলে খায় তবে দিল ঠান্ডা,
মিষ্টির হাড়ি কাঁড়ি, দই যেন জল খায়,
খাদ্যের তালিকাটা দেখে পিলে চমকায়,
খেয়ে দেয়ে দিনকাল কাটছিল জমাটি,
মহাশয় পায়নিকো শেষ কালে ক্ষমাটি,
ফুর্তিতে কাল হলো পূর্তিতে খেয়ে খাবার,
কত আর পেটে সয় এত খেলে লাগাতার?
অতি খেয়ে পেয়ে গেল অকালেতে অক্কা,
পৌষমাস এলো যেন সকলে পেল রক্ষা,
জনতার মুখে মুখে রটে গেল নাম তার,
জনশ্রুতি হয়ে গেল ঝেড়ে জনপ্রিয়তার।

২৬/০১/২০২৫ খ্রিঃ