খুবতো বাজাও দাঁতের বাদ্যি,
হাতের পায়ের দেখাও খেল,
পরের মাথায় কাঁঠাল ভাঙো,
সুযোগ পেলেই ভাঙো বেল।
সুযোগ পাওয়ার অভিলাষে,
নিজেরে সাজাও ভদ্দরনোক,
পিছন থেইকা মাইরা ছুরি,
সামনে করো কুমির শোক।
কাটাও সময় ছলা কলায়?
বুঝবা সুতায় পরলে টান,
মানুষ মিয়া হাতের পুতুল,
চুলের গিঁটে বাঁধছে প্রাণ।
সকল মানুষ প্রাঙ্গণে তার,
ফাগুন রঙে রঙিন থাক,
পারলে হইয়ো বসন্তদূত,
হইয়ো না কেউ চতুর কাক।
২৫/০৩/২০২৫ খ্রিঃ