কলিরা মেলেছে আঁখি পুষ্প শাখেতে,
নাচিয়া চলিছে অলি মধু শুষিতে,
রবি করে প্রাতে জ্বলে নিশির শিশির,
হরষে যাতনা মনে প্রেম পিয়াসীর,
মানসে তুমি আছ মোর স্মৃতি ঘিরে,
নহে তবু বাজে বীণা হৃদয় গভীরে।


(এক্রোস্টিক কবিতা)
১৪/০৫/১৯৯৫ খ্রিঃ