কবিতার শহরে,
স্বপ্নের বিস্ত‍ৃত বহরে,
করছো তুমি বাস।
ওখানে কেউ নেই আর,
মুখোমুখি বসিবার,
দিগন্ত ছুঁয়েছে আকাশ।
কথারা পেয়েছে সুর
অভিমানী মন মেঘমেদুর,
হয়েছে বাঁধনহারা।
কত শব্দ, কত ছন্দ,
তোমারি অপেক্ষায়,
একবার লিখবার তাড়া।
আমিও অপেক্ষায় আছি,
হৃদয়ের কাছাকাছি,
কবি হয়ে নয়।
তোমায় লিখতে তাই,
কি কারণে সহসাই,
আমার, কবি হতে ইচ্ছে হয়।

০৯/০৭/২০২৪ খ্রিঃ