পোষ্যগুলি দস্যু ভারি,
বশে রাখা যায় না,
সারাটা দিন তিড়িং বিড়িং,
শান্ত থাকতে চায় না।

সূর্য উঠার আগেই শুরু,
মিঁয়াও মিঁয়াও ডাক,
দুষ্টু বিড়াল হয়নি সকাল,
চুপটি ঘুমিয়ে থাক।

ল্যাজ উঁচিয়ে বেড়ায় ঘুরে,
মাংস ছাড়া খায় না,
মাঝে মাঝে রুচির বদল,
ভাজা মাছের বায়না।

আদর দিলে বাঁদর হয়ে,
দেখায় চিকন দাঁত,
নরম পাঁয়ে লুকিয়ে রাখা,
নখরে দেয় আঘাত।

তুলতুলে গায় চোখের মায়ায়,
ভুলতে সবই পারি,
ওরাই সবার খেলার সঙ্গী,
কিকি আর কিরি।


২৭/১১/২০২৪ খ্রিঃ