কেউ কি আমার আগে, তোমায়
বলেছে ভালবাসি খুব?
কেউ কি মনের খোঁজে, তোমার
মনেতে দিয়েছে ডুব?
চাইনি কিছুই তোমার কাছে,
শুধু ভালবাসা ছাড়া,
তোমার জন্য শান্ত আমিটা,
হয়েছি বাঁধন-হারা,
চেয়েছি তোমায় রোদ্দুর হয়ে,
আজীবন থেকো পাশে,
হারিয়ে গেছে কথারা ইথারে,
কানপেতে শুনি বাতাসে,
ইচ্ছে মতন ভাঙ্গছো আমায়,
যায় না ফিরে আসা,
রাতের আকাশে তারার বুকে,
জমা থাক ভালবাসা,
কেউ কি আমার আগে, তোমায়
বলেছে ভালবাসি খুব?
কেউ কি তোমার খোঁজে, তোমার
মনেতে দিয়েছে ডুব?
১৫/০৫/২০২৪ খ্রিঃ