খোকা বাবুর শখ জেগেছে,
চাঁদের দেশে যাবে,
চাঁদের বুড়ির পাশে বসে,
মুড়ির নাড়ু খাবে,
আমায় দেখে ফোকলা বুড়ি,
হাসে কেমন করে,
চাঁদের বুড়ি কাঁদলে বুঝি
বৃষ্টি এমন ঝরে?
কোথায় পেলো চাঁদনী বুড়ি?
আকাশ ভরা আলো,
বুড়ির বুঝি ভয় লাগেনা?
রাতটা হলে কালো,
কে রেধে দেয় খায় কখন?
একলা থাকা ঘরে,
বুড়ি কেবল চরকা কাটে,
সারাটি রাত ধরে!
ভাবছে খোকা বুড়ি আমায়
কত্ত ভালবাসে,
রাতে আমি যেখানে যাই ,
থাকে আমার পাশে,
তাইতো আমি বুড়ির কাছে
আজই যেতে চাই,
দুজন মিলে ঘুরবো চাঁদে,
হবে, কি মজা টাই।
২৪/১০/২০২৪ খ্রিঃ