কে গো তুমি মেয়ে?
তোমারে যে কেমন চেনা চেনা লাগে,
তোমার সাথে কি ছিল আমার,
কোন পরিচয় আগে?
সেই মন কাড়া চোখ, সেই গড়নখানি,
কথা কইতো হাইসা,
কারে তুমি মেয়ে মনে করায় দিলা,
হঠাৎ এমন আইসা?
কলাপাতা রং, লাল চিকন পাড় শাড়িখানা পড়ে,
আসলে দেখতাম, চাঁদ মুখটায় কত রূপ যে ধরে,
আজকের মতন সেইদিনও ছিল,
বৈশাখী মেলার দিনে,
আহ্লাদ কইরা কইছিলো দিবেন,
লাল ফিতা, চুড়ি কিনে?
এত্তটুকুন পরান মাঝে কত রং যে মিলে,
মাছের মতন খলবলাইতো কিছু আইনা দিলে,
শুনেছিলাম সে ভীনগাঁয়ের বধূ,
আলিশান তার বাড়ি,
তোমারে দেইখা পড়লো মনে স্মৃতিখানা তার-ই,
কি গো মেয়ে দিলা না যে তোমার পরিচয়?
তোমার মুখের আদলে কেবলি,
তার মুখখানি যে মনে হয়!
১৭/০৫/২০২৪ খ্রিঃ