বৃষ্টি গেছে ঝরে,
মেঘেরা গেছে সরে
মন জুড়ে আছে ঐ আকাশের নীল।
ফুল ফুটে আছে,
অলি ফুলের কাছে
ছুটে গিয়ে দুইয়ে হয় মিল।
কত আর দূরে যাবে,
আছিতো আমি নিরবে
যতনে রেখেছি এই তোমারে।
মন জুড়ে ভাবনায়,
শব্দেরা বলে যায়,
কত কথা কবিতার প্রহরে।
২৫/০১/২০২৪ খ্রিঃ