রংমহলে বসে করছো সুরাপান?
রক্ত লাল ঘষাটে কাঁচের চোখ তোমার,
কি দেখো চেয়ে?
যুবতী রাতের রঙ্গিন ঝালর বাতি?
সব ঘোলাটে লাগছে বুঝি?
ঐখানে সত্য খুঁজে পাবে না,
ওখানে সত্য লুকানো বাহারি রংয়ের আড়ালে,
আয়নার প্রতিবিম্ব থেকে বেরিয়ে এসো,
দেখো, কারা ছড়িয়ে গেছে কৃষ্ণচুড়ার লাল,
এবার বিবেকের দুয়ার উন্মোচিত করো,
প্রকৃত সত্য আপনা থেকেই হাজির হবে।
তুমি বিষাদের সবুজ ঘর দেখ নাই?
দেখ নাই রজত চাঁদের আলোয়,
সব কেমন কালো দেখা যায়!
দেখ নাই সময়ের দাঁতাল মাতাল হাসি?
দেখ নাই বাউরি বাতাস নিভিয়েছে সন্ধ্যার প্রদীপ?
তাহলে তুমি বাপু কলিকালের দেবদাস,
এবার বাড়ি ফিরে যাও,
এখানে কেউ নেই তোমার অপেক্ষায়,
আর না হলে, সুবাসিত আগুনে সাঁতার কাটো,
আগে পরে ওটাই তোমার উপযুক্ত জায়গা,
আমরা কিছু আগর জ্বালিয়ে দেখি,
মদিরা ভাসা দূর্গন্ধ দূর করা যায় কিনা।
০৭/১২/২০২৪ খ্রিঃ