তুমি আর তুমি’তে নেই আজকাল,
সম্বোধনটা বদলে গেছে কবে,
সময় নদীর উজান স্রোতে ভেসে
দুয়ের হৃদয় আর কি দেখা হবে?

বয়স আমায় দেয়নি কিছু ছাড়,
কালো চুলে সাদার ঝিকিমিকি,
সকল চাওয়া সব পিছুটান ভুলে
খেয়ালে পথ হেঁটেছি একাকী।

ঠিক কতদূর গেলাম হেটে পথ?
মোহ ভেঙ্গে ফিরে যখন চাই,
মরীচিকার মায়ায় ছুটে ছুটে,
সম্মুখে পথ রুদ্ধ এখন পাই।

আমার ছিলো বাউন্ডূলে মন,
কিসের খোঁজে হারায়, কার আহ্বানে?
চার দিগন্ত ছুঁয়ে যাযাবর,
তোমাকে চায় প্রাণের অমোঘ টানে।

ঘূর্ণি পথের ক্লান্ত পথিক আজ,
তোমার কাছে ফিরতে ভীষণ তাড়া,
শেষের থেকে হয় কি আবার শুরু,
বুঝেছি তুমিই আমার, জীবনের ধ্রুবতারা।

                          ১৬/১০/২০২০ খ্রিঃ