কথারা জমে হিমালয় ছাড়ায়
ভিষণ লাগে ভারি,
জমানো শব্দ ভাজ করে রেখে,
আমিও ফিরতে পারি,
হয় না ফেরা কোথায়, কেন,
সবকিছু তোলপাড়,
ভাসছি শুন্যে বিহঙ্গ ডানায়,
তাড়া নেই কোন ফিরবার,
শত সুন্দরের ভিড়ে দেখি কিছু,
অসুন্দরের ভাগে,
কথার বেড়িতে কথারা বন্দি,
অসীম শুন্যতা জাগে,
হাটতে গিয়ে খাচ্ছি হোঁচট,
বলতে গিয়ে বাধা,
চলতে গিয়ে বুঝছি জীবন,
জটিল গোলকধাঁধা।
আসবো না ফিরে ভেবেও আবার,
নিরবে ফিরে আসি,
কসম করে কইছি জীবন,
তোমারেই ভালবাসি।
০৭/১২/২০২৪ খ্রিঃ