ইচ্ছে করে তোমায় নিয়ে
পাখি হয়ে উড়তে,
মাছের মতো লেজ দুলিয়ে
নদীর জলে ঘুরতে,
মেঘের মতো ইচ্ছে করে
নীল আকাশে ভাসতে,
চাঁদের মতো ছড়িয়ে আলো
মিটি মিটি হাসতে,
প্রজাপতির পাখায় চড়ে,
হেথায় সেথায় চলতে,
জোনাক পোকার আলো হয়ে,
আধার রাতে জ্বলতে,
বৃষ্টি হয়ে টিনের চালে
রিনিঝিনি সুর তুলতে,
বাতাস হয়ে মনের সুখে
গাছের ডালে দুলতে,
হারিয়ে যেতে ইচ্ছে করে
তোমার দুহাত ধরে,
সাতটি রংয়ে রঙিন হয়ে
দিগন্তের ওপারে,
তোমায় নিয়ে হরেক রকম
ইচ্ছে জাগে মনে,
ইচ্ছে গুলো ইচ্ছে হয়েই
জমছে মনের কোনে।
জমছে জমুক ইচ্ছে আমার
শুধুই তোমায় ঘিরে,
তুমি আমার একটা ইচ্ছে
হাজার ইচ্ছের ভিড়ে।
০৭/০৬/২০০১ খ্রি: