এখানে খুব যত্নের সাথে,
নিখুঁত মাপে, সরেস গল্প তৈরি হয়,
ঠিক এখানে, বুকের মধ্যিখানে
নাহ, ঠিক মধ্যিখানেও নয়,
একটুখানি সরে গিয়ে বুকের বাম পাশে,
যেখানে হৃদয় থাকে।
হৃদয়, এমন একটা উন্নত গল্প তৈরির কারখানা,
এখানে হরেক রকমের গল্প তৈরি হয়।
আশার গল্প, ভালবাসার গল্প,
কষ্ট পাওয়ার গল্প, নষ্ট হওয়ার গল্প।
শাষণের গল্প, শোষণের গল্প।
বেদনায়, অপেক্ষায় মন ভাঙ্গনের গল্প।
আরো কত ছোট বড় মান অভিমানের গল্প।
ও, প্রেমের গল্প চাই?
পাবে, তাও পাবে।
লুকোনো প্রেম, প্রকাশিত প্রেম।
পুরাতন থেকে অতি আধুনিক।
সব রকমের গল্প পেতে শর্ত কেবল এটাই,
একটা সচল, সতেজ হৃদয় থাকা চাই।
২৮/১০/২০২৩ খ্রিঃ