নীলাভ মায়া ছড়িয়ে শরৎ নিল বিদায়,
ফিনফিনে কুয়াশার সফেদ শাড়ি গায়,
গুটি গুটি পায়ে হেঁটে হাসিমুখে জানায়,
হেমন্ত এসে গেছে এই বাংলায়।

সবুজ ধানের ডগায় শিশিরের চুম্বন,
সোনার ফসল এসে ভরে যাবে অঙ্গন,
তাম্বুলে রাঙ্গা ঠোট গুনগুন গান গায়,
হেমন্ত এসে গেছে এই বাংলায়।

সরস সঘনে, শীতল পবনে কাঁপে তনু মন,
ভাবি মনে মাঠে বনে কার হলো আগমন?
কে এসে চুপিসারে এমনে দোলা দিয়ে যায়?
হেমন্ত এসে গেছে এই বাংলায়।

তোমার আগমনে উৎসবে আয়োজনে,
বাউলের গানে গানে উচ্ছাস জাগে প্রাণে,
সবুজ আর সোনারঙে মাঠ থাকে ঘোমটায়,
হেমন্ত এসে গেছে এই বাংলায়।

১৭/১০/২০২৪ খ্রিঃ