মনের সাথে তাল না দিলে,
সবকিছু বেতাল লাগে,
অপর জনের খুশি দেখে,
মনের মাঝে ঝাল লাগে।

নিজের কথায় সুর বাজে না,
সবের কথা বেসুর লাগে,
সবাই কেন থাকছে সুখে?
সেই না দুঃখে রাত জাগে।

আর বাগানে ফুল ফুটিলে,
ছিড়তে সে ফুল ভাল্লাগে,
হাটতে গিয়ে হোচট খেলে,
মাটির তরে কাল লাগে।

সবার সাথে মিশতে এ মন
কেমন জানি উন লাগে,
সবাই খালি কইছে কথা,
আমার কথা শুন আগে।

সকল কাজের সেরা কাজী,
হামবড়া এক ভাব জাগে,
পেলে দেখা তেমন জনের,
ঝেড়ে কাটুন সবার আগে।

০৫/১০/২০২৪ খ্রি: