সেই ক্ষণে সূর্যটা ঝুলছিল সাঁঝ বেলা,
দিগন্ত ঘিরে আলোর চলছিল রঙ খেলা,
দিনের শেষে পাখির নীড়ে ফিরার তাড়া,
মায়াবী দুই চোখে ছিল মায়ার ফোয়ারা।
কখনো আগে এমন দেখিনিতো আর,
সব জ্যোতি ম্লান করে নামলো আঁধার,
তুমি এসে দাঁড়ালে গোধূলির মুখোমুখি,
আধো আলো ছায়াতে কায়া মাখামাখি।
কি জানি কি ঘটেছিল পৃথিবীর পরে,
শত ঢেউ ভাঙ্গে যেন বুকের ভিতরে,
কিছু কথা না বলেও হলো সব বলা,
ক্ষণিকের মোহ ভেঙ্গে দ্বৈরথে চলা।
উদয় অস্তাচলে অংশু ঘুরেফিরে আসে,
সময় হয়েছে বন্দি সময়ের নাগপাশে,
কলিতেই গেছে ঝরে কাননের ফুল,
যতনে সুবাস ছড়ায় শুকানো বকুল।
আজও সেই ছায়া ভাসে গোধূলি বেলায়,
পলকে ঝলকে আসে স্মৃতির আঙ্গিনায়,
সময়ের বৃত্তে রাখা সেই স্মৃতি অমলিন,
নীলিমার নীলে যে ক্ষণ হয়েছে বিলীন।
১৮/০১/২০২৫ খ্রিঃ