আমি মানুষ হয়ে,
মাকড়সার মতন জাল বুনে সুখের জাবর কাটতে কাটতে,
উদর পূর্তি করে, করেছি নাসিকা গর্জন।
যাপিত জীবন তারিয়ে তারিয়ে করেছি উপভোগ।
অনুভূতির যুদ্ধে জয়ী হয়ে মুখ টিপে হেসেছি।
অসহায়ের হাত যখন এগিয়ে এসেছে সকাতরে,
উপেক্ষা করে আড়ালে লুকিয়েছি নিজের মুখ।
বর্তমানকে যখন টেনে নিয়ে গেছে ভবিষ্যৎ,
আধো ঘুম, আধো জাগরণ, আর আধো চোখে
আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি সব,
এড়িয়ে গেছি জীবনের কোলাহল এই ভয়ে,
যদি উটকো ঝামেলা এসে ছিড়ে-ফুড়ে দিয়ে যায়
আমার যত্নে বোনা স্বপ্নের জাল।
আমি দক্ষ কারিগরের মতোন একটু একটু করে,
যতনে জীবন বুনে নিজেকে ভেবেছি সুরক্ষিত,
ভাবিনি একদিন এটাই হবে আমার মৃত্যুফাঁদ।
মানুষ হয়ে সবকিছুকে পাশ কাটিয়ে চলতে চলতে,
যেদিন প্রকৃত মানুষের মুখোমুখি হলাম,
এক পলকেই দৃশ্যমান হলো প্রকৃত মানব জীবনের ছবি।
বিষ্ময়ে, হতবাক হয়ে তাকালাম নিজের অতীত পানে।
এতটাকাল কাটিয়েছি জাবর কাটার যে রঙিন জীবন,
বুঝতে পারলাম, আদতে ওটা কোন মানুষের জীবনই ছিলো না।
২৮/০৩/২০২৪ খ্রিঃ