ঘৃণা ছড়িয়ে যায় না পাওয়া অমূল্য ভালবাসা,
সম্মান দিয়ে সম্মান কুড়াও নেই তাতে নিরাশা,
সুযোগ পেলেই মানুষ করে মানুষের সর্বনাশ,
মুখে মুখে জপে মানবতার বুলি, অন্তরে ঘৃণার চাষ,
ঘৃণায় শুধু ঘৃণা বাড়ে প্রতিবাদে জ্বলে আগুন,
অনিয়ম আর উসৃংঙ্খলে ঢেকে যায় দারুণ ফাগুন,
এসো সবে মিলে হাতে হাত রেখে দূর করি অনাচার,
তোমার আমার ভালবাসায় ঘৃণা না আসুক কভূ আর,
সব ঘৃণা ভুলে এসো সকলে মানবতার গান গাই,
মানুষের চাইতে এই জগতে বড় কিছু আর নাই,
মানুষ শ্রেষ্ঠ, কর্ম কিছু তার খারাপ হতে পারে,
অন্যজনকে সম্মান দিলে নিজেরও সম্মান বাড়ে।
হন্যে হয়ে কোথায় তুমি স্রষ্টারে খুঁজে বেড়াও!
স্রষ্টা থাকেন সৃষ্টির মাঝে, তাদের নিকটে যাও।
০৫/১২/২০২৪ খ্রিঃ