কখনো চেনা সুর অচেনা হয়ে গেলে,
সোনালী স্বপ্ন ভেসে যায় বেনো জলে,
বিপরীতে ফিরে আসে মন ভাঙ্গা ঢেউ,
গড়তে কোমল হাত বাড়ায় না কেউ,
আকুলতা জাগে কত ব্যথা ভরা মনে,
অসাড়তা আসে নতুন স্বপ্ন বুননে,
আকাশে ভাসে স্বপন হাসে রাঙ্গা মেঘ,
বেসুরো বজ্রনাদে পুড়ে যায় আবেগ,
অনুভূতি পড়ে রয় জল ভেজা হয়ে,
কাঁদে হিয়া বারে বারে একেলা হৃদয়ে,
জল চোখ ভুলচুক জীবনেই আসে,
সময়ে পিছনে ফেলে সকলেই হাসে,
পাশে থেকে পাশে রেখে হই আগুয়ান,
মিলেমিশে এসো গাই সম্প্রীতির গান।
১২/০১/২০২৫ খ্রিঃ