যে পাখি উড়তে শিখেছে অসীম আকাশে,
সে নিশ্চিত জানে তার সীমানা,
গোধূলীর আলোয় তাকে ফিরতে হয় নিজ আলয়ে,
সে ফিরেও আসে যথানিয়মে ।
অথচ, পাখিকে হারানোর উদ্বেগে,
তুমি দিয়েছ তাকে শেকলে বাধা মুক্ত আকাশ,
লোহার শেকলে অবরুদ্ধ পাখি,
উড়তে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ে,
এবার তুমি-ই বলো মানুষ, কার মন সীমাহীন?
পাখির, না তোমার?

১৪/০৯/২০২৩ খ্রিঃ