কুয়াশার ভেতর জমাট বাধে কুয়াশা,
আঁধারের ভেতর গহীন আঁধার রাত,
আমি একা দিগভ্রান্ত এক মানুষ,
আমার আছে কেবল দুটি হাত।
আমার ছিল স্বপ্নছোঁয়া দুই চোখ,
তোমার কাছেই রাখা ছিলো জমা,
আমার পায়ে জমছে ব্যথার ধুলো,
হাটতে গেলেই চাইছে যেন ক্ষমা।
নদীর বুকে শুকিয়ে যাওয়া নদী,
বাজছে কোথায় পাতা ঝরার গান,
আবার কবে আসবে আরেক ফাগুন?
নব পত্র পুষ্পে যেথায় বাধবে নতুন তান।
০৭/১১/২০২৪ খ্রিঃ