কষ্টগুলো উড়ে যায় পরিযায়ী পাখি হয়ে,
অভিমানগুলো জমা থাকে যতনে,
স্মৃতির উঠোনে নিভৃত বিচরণ তার,
নিভে আসা আঙরার আগুনের মতো
অল্প নাড়া পেলেই অনেকখানি জ্বলে,
নোনা জলে ভাসায় বারংবার,
আমি কষ্টের ফেরিওয়ালা নই,
নই অভিমান জমিয়ে রাখা সুপ্ত ভিসুভিয়াস,
আমি ইচ্ছের ডানায় মোড়া মুক্ত মরাল এক,
ফিনিক্স পাখির মতোন জীবন আমার ৷
২২/০৫/২০২০ খ্রিঃ