ধূসর কুয়াশায় ঢেকে আছে রূপালী রাত,
জোনাকি আর তাঁরার আলোয় সবকিছু ম্লান,
সেলোফেন কাগজে মুড়ে,
মেঘের সঙ্গী করে,
পাঠিয়ে দিয়েছি বর্ণহীন ইচ্ছের ঝাঁক,
সুদূর সুউচ্চ পাহাড়ে এবার বসতি খুঁজে পাক,
কদমের ডালে আষাঢ়ী ঢলে ভেজা কাক অসহায়,
অলস ডানায় মুখ গুঁজে থাকে উড়বার অপেক্ষায়,
শঙ্কিত মনে তবু ভাবে, কি হবে আকাশ ঘুরে?
যেখানে দুরন্ত চিল দুঃশাসন করে,
অনেক অনেক আঁধার পুড়িয়ে কায়ক্লেশে,
এক মুঠো আলো পাওয়া গেলো অবশেষে,
যতই আসুক ঝড়, স্বপ্নরা ভেঙ্গে হোক চুরমার,
ওখানেই ফিরে যেতে হয় আরবার,
যেখানে জীবন গভীর আহ্লাদে হাতছানি দিয়ে ডাকে,
যেখানে স্বপ্নেরা আশার মোড়কে স্বেচ্ছায় বেঁচে থাকে।
০৩/১০/২০২৪ খ্রি: